বাংলাদেশের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪

যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদ্‌যাপন


যশোর প্রতিনিধি:

যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে বর্ণাঢ্য বৈশাখি মেলার আয়োজন করেছে। আজ শনিবার সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদের সহ-ধর্মীণি খাদিজা হক চৌধুরী, ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল নুসরাত আল নুর চৌধুরীসহ যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এর আগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের, অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে-কেয়ার সেন্টার, ২৫শ’ বর্গফুট রাস্তা, বিএনসিসি ও রোভার রুম, জিমনেসিয়াম, পার্কিং শেড, পুকুরের ঘাট ও পাড় বাঁধানো, ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজ এর শুভ উদ্বোধন করেন।

মেলার আয়োজক কমিটির বলেন, সংস্কৃতি ঐতিহ্য বর্তমান ছেলে মেয়ে ও শিক্ষার্থীদের মাঝে ফিরে আনতে এ মেলার আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১