বাংলাদেশের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪

সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও দোয়া মহফিল অনুষ্ঠিত


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সারা দেশে প্রচন্ড তাপদাহে জনজীবনে নেমে এসেছে এক চরম অশান্তি । প্রখর রোদে মানুষ অতিষ্ঠ হয়ে পরেছে সারা দেশে । সারা বাংলা দেশে বেশ কয়েক দিন হলো বৃষ্টির দেখা নাই।

সকাল আটটার সময় বৃষ্টির জন্য নোয়াগাও ইউনিয়নে মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় । মাঠে রোদের কারনে কাজ করতে পারছে না । মাঠের ফসল প্রচন্ড রোদের কারণে পুড়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় । অনেক এলাকায় ধান কাটা শুরু হলেও তা রৌদ্রের কারণে রাতে কাটছেন কৃষকগণ । গাছপালার পাতা যেন পুড়ে যাচ্ছে। পশু পাখির আহাজারি , মানুষ ঘর থেকে বেড় হতে পারছে না । ঠিক এমন সময় সোনারগাঁও উপজেলার লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো বৃষ্টির জন্য বিশেষ নামাজ এবং দোয়া । নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর , লাধুরচর , চরপাড়া , নিচ্চক , বিলপাড় , জামপুর ইউনিয়নের মহজমপুর , কাজীপাড়া , ঝালকান্দী , বুরুমদী এলাকার শত শত ছোট বড় মুসলমান এবং মাদ্রাসার ছাত্রগণ এ নামাজ এবং দোয়ায় অংশ গ্রহণ করেন ।

প্রচণ্ড রোদে নামাজ আদায় করে , খুতবা শেষে সবাই দাঁড়িয়ে দোয়া করেন । সকল মুসল্লীকেই কাঁদতে শোনা গেছে । কেঁদে কেঁদে চোখের পানি ফেলে সবাই আল্লাহর রহমতের জন্য দোয়া করেন । নামাজে ইমামতি করেন , লাধুরচর গোবিন্দ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী এবং পরে মুনাজাতও তিনি পরিচালনা করেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১