• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

চট্টগ্রামে কাদের

পাহাড়ের রক্তপাতেও ঢুকে পড়েছে বিএনপি

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত। লন্ডনে বসে তারেক জিয়া কোটা সংস্কার আন্দোলনে ঢুকে পড়েছিলেন। এখন পাহাড়ের রক্তপাতেও তাদের থাকার ইঙ্গিত পাচ্ছি আমরা। শনিবার বেলা ১১টায় নগরীর লেডিস ক্লাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নির্বাচনে না এলেও সংবিধান পরিবর্তন হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে না গেলে কি বাংলাদেশের গণতন্ত্রের ওপর আকাশ ভেঙে পড়বে? ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও তারা অংশ নেয়নি। বিএনপি ওই নির্বাচন বয়কট করেছে, জ্বালাও-পোড়াও করেছে, সন্ত্রাস করেছে। তাতে কি গণতন্ত্রের বৈধতা, সূচিতা, সম্ভ্রম নষ্ট হয়েছে?

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে কাদের বলেন, আমরা ভারতে ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠক করেছি। কয়েকজন মন্ত্রী, সামরিক-বেসামরিক আমলাসহ সবার উপস্থিতিতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছি। সেখানে জাতীয় স্বার্থ নিয়ে বক্তব্য রেখেছি। অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটা কথাও আমরা বলিনি। আমরা সেখানে নালিশ করতে যাইনি। কারণ আমরা আমাদের দেশকে ছোট করতে চাই না। আমরা জাতীয় স্বার্থের কথা বলতে গিয়েছি। তাদের বলেছি, আমাদের উত্তর জনপদ শুকিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীসহ নেতাদের তিস্তার পানি বণ্টন, আমাদের ন্যায়সঙ্গত হিস্যা এবং সীমান্ত চুক্তির বিষয় সংক্রান্ত বিষয়ে অনুরোধ করেছি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে আগামী এক মাসের মধ্যে সংগঠনের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ওয়ার্ডগুলোতে দুটি করে কমিটি, কেন? অবিলম্বে এক করুন। ১৫টি থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই। ভেতরের সমস্যা এক মাসের মধ্যে ঠিক করে ফেলতে হবে। একই সঙ্গে সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ সমস্যাও মিটিয়ে ফেলতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন আপনাদের টিমওয়ার্ক করতে হবে। এই গ্রুপ, সেই গ্রুপ, ঘরের ভেতর ঘর, মশারির মধ্যে মশারি পরিহার করতে হবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য ডা. আফছারুল আমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলের মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads