• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ছাত্রলীগ নেতাকর্মীদের অপরাধমুক্ত থাকতে হবে: মন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

রাজনীতি

ছাত্রলীগ নেতাকর্মীদের অপরাধমুক্ত থাকতে হবে: মন্ত্রী

  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৪৭ সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের ভূমিকা ছিলো অপরিসীম। বর্তমান কুলুসিত সমাজ পরিবর্তনে ছাত্রলীগ নেতাকর্মীদের কাজ করতে হবে এবং উন্নয়ন, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ছাত্রলীগ কোন নেতার আজ্ঞাবহ হবে না এলাকায় সাধারণ মানুষের উপর অনাচার, অত্যাচার, চাঁদাবাজি, জুলুম-নির্যাতনসহ নানাহ অপরাধমুক্ত থাকতে হবে ছাত্রলীগ নেতাকর্মীদের।

সোমবার বিকেলে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জনসভায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য আয়োজনে বিকেলে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে হাউজিং এস্টেটে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে কেক কাটার মাধ্যমে এ দিনটি পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ দিকে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান শেষে এক বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতগঞ্জ বাজারস্থ নোয়াখালী রেলগেইটের উত্তরে বঙ্গবন্ধু চত্তরে এক সমাবেশ করে।

উপজেলা ছাত্রলীগে সভাপতি সালাউদ্দিন সানীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহববত আলী, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, সাবেক ছাত্রলীগ সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads