• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

সংগৃহীত ছবি

রাজনীতি

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০২১

জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

আজ শনিবার চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে পদটি শূন্য হওয়ায় গতকাল এ নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর জাতীয় পার্টির প্রথম মহাসচিব হন ডা. আবদুল মতিন। পরে অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে মহাসচিব করা হয়। দলটিতে এরপর আসেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। ১৯৯২ সালের শাহ মোয়াজ্জেম মহাসচিব ছিলেন। শাহ মোয়াজ্জেমকে সরিয়ে খালেদুর রহমান টিটোকে মহাসচিব করা হয়। এ সময় এরশাদ কারাবন্দি ছিলেন। খালেদুর রহমান টিটুকে বাদ দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।

এরপর দলটিতে মহাসচিব হন নাজিউর রহমান মঞ্জুর। পরে এ বি এম শাহজাহান। এর দুই বছর পর তাকে সরিয়ে মহাসচিব করা হয় রুহুল আমিন হাওলাদারকে। তিনি ১২ বছর এই দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করা হয়।

প্রায় একবছর পর বাবলুর জিয়া উদ্দিন বাবলুকে সরিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে তাকে বাদ দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরপর আবার জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads