• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আওয়ামী লীগে সব পদ হারালেন পঙ্কজ

সংগৃহীত ছবি

রাজনীতি

আওয়ামী লীগে সব পদ হারালেন পঙ্কজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর ২০২২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। পঙ্কজ নাথ চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, আমাকে দল থেকে অব্যহতি দিয়েছে। এই চিঠি আমিও পেয়েছি। কিন্তু কেন দিয়েছে তা আমি জানি না। জানার চেষ্টা করছি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে,  আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি প্রদান করেছে। উক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী পনের (১৫) দিনের মধ্যে কেন্দ্রীয় দফতর বিভাগে জমা প্রদান করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

জানা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে কোন্দলের কারণে পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন্দলের বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads