• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাতীবান্ধায় আবারও ছাত্রলীগ-ছাত্রদল সংর্ঘষ আহত ৬ আটক-১

প্রতিনিধি পাঠানো ছবি

রাজনীতি

হাতীবান্ধায় আবারও ছাত্রলীগ-ছাত্রদল সংর্ঘষ আহত ৬ আটক-১

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০২২

জেলার হাতীবান্ধা উপজেলায় আবারো ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এ ঘটনা ছাত্রদলের ১জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন ও উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ এর অবস্থা আশস্কা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।


ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, মঙ্গলবার রাতে উপজেলার বড়খাতা এলাকায় ছাত্রদলের দুইজন কর্মীকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পাশ্ববর্তি সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এসময় ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া - পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সজনসহ উভয় পক্ষে অন্তত ৬জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।


এ ঘটনায় বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল হাজারী ২২জনকে আসামী করে স্থানীয় থানায় মামলা করলে পুলিশ ছাত্রদলের ১জনকে আটক করে ।

হাতীবান্ধা থানা ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১জনকে আটক করেছে। উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৪আগষ্ট) ছাত্রলীগের সাথে বিএনপি’র কয়েক দফা
সংর্ঘষে পুলিশের এক উপ-পরিদর্শক সহ ৬জন হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads