• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজে দেবে অ্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৮

ঢাকার রাস্তার যানজট সমাধান করতে মূল বাধা হচ্ছে যত্রতত্র গাড়ি পার্কিং। আর এই পার্কিং সমস্যার সমাধান করতে দেশের প্রথম পার্কিং শেয়ারিং প্লাটফর্ম অ্যাপ নিয়ে এসেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সপার্ক।

অ্যাপটি নিয়ে নেক্সপার্কের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আমরা বাংলাদেশে এমন একটি প্লাটফর্ম দাঁড় করাচ্ছি যেখানে গাড়ির মালিক ও গ্যারেজের মালিকের মধ্যে সমন্বয় সাধন করা যাবে। কারণ একটি গাড়ি সকালে বেরিয়ে যাওয়ার পর গ্যারেজ বা পার্কিং স্পেস খালিই পড়ে থাকে। সেখানে সাময়িক সময়ের জন্য আরেকজনকে সুযোগ দিয়ে আপনি সহজেই ঢাকার যানজট নিরসনে এগিয়ে আসতে পারেন।

তিনি আরো বলেন, সকালে গাড়ি নিয়ে বের হলে বিকাল পর্যন্ত অনেকের গ্যারেজ খালিই পড়ে থাকে। সেই সময়টুকু গ্যারেজ মালিক নেক্সপার্কের মাধ্যমে ঘণ্টা, দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করতে পারবেন।

শাহরিয়ার খান জানান, ঢাকার সবচেয়ে বেশি পার্কিং অনিয়ম দেখা যায় গুলশান ১, গুলশান ২, মতিঝিল, কাকরাইল, ধানমন্ডি, গ্রিনরোড, সাত মসজিদ রোড, পান্থপথ, মিরপুর ১, ২, ১০ পল্লবী, মোহাম্মদপুর ও উত্তরার বিভিন্ন সেক্টরে। এসব জায়গায় যে সময়গুলোয় যত্রতত্র পার্কিং হয় তার মধ্যে অন্যতম হলো স্কুল শুরু ও শেষ সময়, অফিসের শুরু এবং শেষ সময়, কেনাকাটার সময়, চিকিৎসক পরিদর্শনের সময়, পার্টি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ইত্যাদি। আমরা চেষ্টা করছি ওইসব এলাকার পার্কিংয়ের যথাযথ তথ্য নেক্সপার্ক অ্যাপের মাধ্যমে গ্রাহকের স্মার্টফোনে পৌঁছে দিতে। অ্যাপটিতে ঢাকার যে কোনো জায়গায় পার্কিং সম্পর্কিত আপডেট পাবেন।

অ্যাপটির কর্মপদ্ধতি নিয়ে তিনি বলেন, এ অ্যাপে প্রথমে নিজের গাড়ি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপে দেখা যাবে কোথায় কোথায় পার্কিং রয়েছে। চালক প্রয়োজনীয় পার্কিংয়ের জায়গা বেছে নিয়ে তাতে ক্লিক করলে সেই পার্কিং লটে জায়গা ফাঁকা আছে কিনা জানা যাবে। ঘরে বসেই কোথাও যাওয়ার আগেই জানতে পারবেন সেখানে পার্কিংয়ের জায়গা খালি আছে কীনা। পার্কিং বুকিংয়ের সময় আপনার কতক্ষণের জন্য পার্কিং প্রয়োজন জানাতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডসহ বিকাশের মাধ্যমেও এই লেনদেন করা যাবে। তাই অনলাইনেই হয়ে যাবে বিল পেমেন্ট।

বর্তমানে শুধু গাড়ি ও মোটরসাইকেল আপনি পার্কিং ছাড়াও এই অ্যাপের মাধ্যমে পার্কিং সুবিধার পাশাপাশি আপনার জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল, নিকটস্থ এটিএম বুথসহ ওষুধের দোকান খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে। এমনকি আপনার গাড়িটি রাস্তায় নষ্ট হয়ে গেলে বা গাড়ির যে কোনো ধরনের সমস্যা মেরামত করতে চাইলে রেজিস্ট্রার্ড সার্ভিস সেন্টার থেকে প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই।

গুগল প্লে-স্টোর থেকে নেক্সপার্ক অ্যাপটি ডাউনলোড করতে goo.gl/PnHnbP এই লিঙ্কে যেতে হবে। শিগগির আইওএসের জন্যও অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads