• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

সংগৃহীত ছবি

ফুটবল

কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২১

ম্যাচ শেষ হলো ৯৭ দশমিক ১০ সেকেন্ডে। মানে ম্যাচের রেফারি হয়তো চাচ্ছিলেন বাংলাদেশ না জিতুক। কিন্তু ‘রাখে আল্লাহ মারে কে’ মন্ত্রে শেষ পর্যন্ত হিমালয়ের দেশ নেপালে তিন জাতির ফুটবল আসরে লাল-সবুজের দল বাংলাদেশ ১-০ গোলে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দলকে পরাজিত করে শুভসূচনা করেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জেমি ডের শিষ্যরা একমাত্র  গোলটি পায় প্রথমার্ধে। তিন জাতির টুর্নামেন্টের তৃতীয় দলটি হলো স্বাগতিক নেপাল।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে জয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে তামিম ইকবালদের। ফলে আরেকটি হার সঙ্গী হয়েছে। ক্রিকেটের হতাশার দিনে নেপালের টুর্নামেন্টে দেশবাসীর জন্য খুশির বার্তা দিলেন ফুটবলাররা।

গতকাল মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকে। ম্যাচের ১৩ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে কিরগিজ গোলকিপার ফিস্ট করে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন। ম্যাচের ১৮ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যেতে পারত। কিন্তু রেফারির কারণে বঞ্চিত হয়েছে বাংলাদেশ দল। ভারপ্রাপ্ত অধিনায়ক সোহেল রানার শট এক ডিফেন্ডারের হাতে লাগলেও পেনাল্টির বাঁশি দেননি ম্যাচের  বিতর্কিত ওই রেফারি। তবে ৪০ মিনিটে বাংলাদেশ সফল হয়েছে। সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে গোলটির ঠিক দুই মিনিট পরই কিরগিজরা ম্যাচে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল। তাপায়েফ তামিরের ভলি গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় কিরগিজস্তান প্রাধান্য বিস্তার করে খেলে। বাংলাদেশও মাঝে মধ্যে পাল্টা আক্রমণ চালায়। এভাবেই শেষ হয় ৯০ মিনিট। কিন্তু রেফারি সবাইকে অবাক করে অতিরিক্ত সময় দেন ৬ মিনিট। এর মধ্যেও কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত রেফারি হয়তো অনিচ্ছাসত্ত্বেও বাঁশি বাজিয়ে ম্যাচ শেষ করেন। ঘড়ির কাঁটার হিসেবে ৬ মিনিট নয়, রেফারি খেলিয়েছেন ৭ মিনিটেরও বেশি।

যাই হোক বাংলাদেশ জিতেছে, সেটাই বড় কথা। ফুটবলে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে রয়েছে অত্যন্ত বাজে অবস্থানে। সেখানে বিদেশের মাটিতে কিরগিজস্তানের মতো শক্তিশালী দেশের সঙ্গে জয় অবশ্যই ইতিবাচক। এটা ধরে রেখে টুর্নামেন্টের পরের ম্যাচেও এই সাফল্য পাওয়ার চেষ্টায় থাকতে হবে ফুটবল দলকে।  কিরগিজস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংস ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের স্ট্রাইকার মেহেদী হাসান। জামাল ভূঁইয়া শুরু থেকে না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন।

বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান (মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি (জামাল ভূঁইয়া), বিপলু আহমেদ (রাকিব), মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ (ইয়াসিন আরাফাত), হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল হাসান) ও সাদ উদ্দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads