• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাকিব-মোস্তাফিজের অপেক্ষায় দর্শকরা

সংগৃহীত ছবি

ফুটবল

সাকিব-মোস্তাফিজের অপেক্ষায় দর্শকরা

  • তারিক আল বান্না
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

আজ থেকে পাঁচ বছর আগের একটি দৃশ্য। রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় একটি ছোট্ট চায়ের টং দোকানের সামনে সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি প্রচণ্ড ভিড়। কারণ একটাই, আইপিএলে বাংলাদেশের কৃতী পেস বোলার মোস্তাফিজুর রহমানের বোলিং উপভোগ করা। আইপিএলের ২০১৬ সালের আসরে মোস্তাফিজ খেলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। সেবার ১৬টি উইকেট নিয়ে দারুণ চমক দেখান তিনি। সেবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে। সাকিবের ব্যাটিং-বোলিং দেখতেও সেই একই দৃশ্য। শুধু কোনাপাড়া নয়, বাংলাদেশের আনাচে-কানাচে সবখানে সেবার সাকিব ও মোস্তাফিজের খেলা এভাবেই দর্শকরা উপভোগ করেন। এবার করোনাকালেও কিন্তু আইপিএলে তাদের খেলা দেখতে সময় গুনছেন দর্শকরা। তাদের যেন প্রতীক্ষার অবসানই হচ্ছে না।

সাকিবের দল কলকাতার প্রথম ম্যাচ সানরাইজার্সের সঙ্গে রোববার। আর সোমবার মোস্তাফিজের দল রাজস্থান খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই দুই তারকাই সবচেয়ে বেশি খেলেছেন আইপিএলে। সাকিব ও মোস্তাফিজের বর্তমানে যে ফরম, তাতে তারা সাফল্য দেখিয়ে নজর কাড়তে পারবেন বলে আশা করা হচ্ছে। ভারতের মাটিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সাকিব ও মোস্তাফিজ যদি এখানে ভালো করেন, তাহলে তা বাংলাদেশের জন্যই হবে মঙ্গলজনক।

আইপিএল খেলোয়াড় নিলামে এবার সাকিবের দাম উঠেছে ২ কোটি ৮০ লাখ রুপি। টাকার অঙ্কে যা সাড়ে তিন কোটি। সাকিবকে এই দামে কিনেছে কলকাতা। তাকে কিনতে রীতিমতো প্রতিযোগিতায় নামে দিল্লি ডেয়ার ডেভিলস আর কলকাতা। শেষ পর্যন্ত তাকে কেনে কলকাতা। অবশ্য আইপিএলের গত দুই আসরে কলকাতার হয়েই খেলেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২০১১ সালে কলকাতা সাকিবকে কিনেছিল বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩০ লাখ টাকায়। এবার সাকিবের দাম বেড়েছে প্রায় ২০ লাখ টাকার কাছাকাছি।

এবারের নিলামে সাকিবের ‘বেইজ প্রাইস’ বা সর্বনিম্ন দর ধরা হয়েছিল ১ কোটি রুপি। এর আগে ডলারের অঙ্কে নিলাম হলেও নতুন নিয়মে এবার থেকে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় রুপির অঙ্কে। এর ফলে সাকিব তথা সব খেলোয়াড়ের দাম প্রকাশ করা হচ্ছে রুপির অঙ্কে।

ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হওয়ার পরও ২০০৯ সালের আইপিএল খেলোয়াড়ের নিলামে কেউ কেনেনি তাঁকে। ২০১০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাই খেলা হয়নি। তবে সাকিবের দাম দ্রুতই বুঝতে পারে দলগুলো। সাকিব সমর্থকদের হতাশ করেননি। আইপিএলে ২০১১ সালে অভিষেক হওয়ার পরই বাংলাদেশের এ অলরাউন্ডারের দ্রুত উন্নতি। ২০১১ সালে ৭ ম্যাচে ব্যাট হাতে ২৯ রান, বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। ২০১২ সালে কলকাতার শিরোপা জয়ের পেছনেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। ৮ ম্যাচে ওভারপ্রতি ৬.৫০ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। ব্যাট হাতেও খেলেছিলেন বেশ কয়েকটি সময়োচিত ইনিংস। সেবার রান করেছিলেন ৯১। পরের আসরে সাকিব যেন আরো পরিণত, আরো উজ্জ্বল। ১৩ ম্যাচে করেছেন ২২৭ রান, নিয়েছেন ১১ উইকেট। আইপিএল ক্যারিয়ারে ২৮ ম্যাচে ৩৪৭ রান ও ৩৪ উইকেট। আইপিএলে সাকিবের পারফরম্যান্স গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। ২০১১ আসরে খেলেছিলেন ৭ ম্যাচ, পরের আসরে ৮ ম্যাচ আর এবার ১৩ ম্যাচ। অর্থাৎ তিনি যে দলের অপরিহার্য অংশ হয়ে উঠছেন, ম্যাচসংখ্যা বৃদ্ধি তারই প্রমাণ।

এবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। মোস্তাফিজুর রহমান বিক্রি হলেন তাতেই। আইপিএল নিলামে এই দামে বাঁ হাতি পেসারকে কিনে নিয়েছে রাজস্থান। এটি আইপিএলে মোস্তাফিজের তৃতীয় দল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএল অধ্যায় শুরু হয়েছিল তাঁর। প্রথম মৌসুমেই দারুণ বোলিংয়ে হয়েছিলেন সেরা উদীয়মান। দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। এ পর্যন্ত আইপিএলে ২৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে স্বাভাবিকভাবেই ১৭টি ম্যাচ খেলেছেন সানরাইজার্সের হয়ে। ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেললেও ২০১৭-তে খেলেছিলেন মাত্র একটি। প্রথম বছর তিনি ছিলেন দুর্দান্ত। ১৭ উইকেট নিয়েছিলেন ২৪.৭৬ গড়ে। সেরা বোলিং ছিল ৩/১৬। সে বছরই সেরা উদীয়মানের পুরস্কার পান তিনি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচে উইকেট তাঁর ৭টি। এক ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২০ আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন তিনি।

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও কাটারমাস্টার মোস্তাফিজ এখন ভারতে। আজ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। সাকিব ও মোস্তাফিজ খেলছেন বলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের দৃষ্টি থাকবে আইপিএলে। সাকিব ও মোস্তাফিজ যোগ্যতার প্রমাণ দিক, সেটাই বাংলাদেশের ক্রিকেটামোদীদের প্রত্যাশা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads