• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কী বলছে ফিফা ও উয়েফা

সংগৃহীত ছবি

ফুটবল

কী বলছে ফিফা ও উয়েফা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২১

ইউরোপিয়ান ফুটবল সংস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে শুরুর প্রক্রিয়ায় বিদ্রোহী লিগ খ্যাত ইউরোপিয়ান সুপার লিগ। যেখানে খেলতে সম্মত হয়েছে ইতিমধ্যে রিয়াল-বার্সা-জুভেন্টাস-লিভারপুল-ম্যানসিটি-ম্যানইউসহ প্রায় ১২টি ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প হিসেবে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।

উয়েফা আগেই বলেছে, এই লিগে অংশ নেওয়া দলগুলোকে নিষিদ্ধ করা হবে। ফিফাও কঠোর অবস্থানে ছিল, তবে এখন অনেকটাই নমনীয়। দেখে আসা যাক উয়েফা ও ফিফার অবস্থান কী চলমান এই ফুটবল ঝড় নিয়ে।

উয়েফা : ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগ ও ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথ বিবৃতিতে উয়েফা জানায়, সম্ভাব্য সব উপায়ে তারা সুপার লিগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

‘সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অন্য সব ঘরোয়া, ইউরোপিয়ান ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে এবং তাদের ফুটবলারদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া না-ও হতে পারে। যে ক্লাবগুলো এই লিগে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে, বিশেষ করে ফরাসি ও জার্মান ক্লাবগুলো, তাদের ধন্যবাদ জানাই আমরা। সব ফুটবলপ্রেমী, সমর্থক ও রাজনীতিবিদদের আমরা আহ্বান করছি এমন একটি প্রকল্পের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিতে, যদি সত্যিই এটা বাস্তব রূপ নেয়। কিছু ক্লাবের এমন স্বার্থপরতা অনেক দিন থেকে চলছে। কিন্তু যথেষ্ট হয়েছে।’

ফিফা : ফিফার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ফুটবলের কাঠামোর বাইরে ও ফুটবলের মৌলিকত্বের প্রতি শ্রদ্ধা না রাখা বিচ্ছিন্ন এই লিগের প্রতি ফিফা কেবল অসমর্থনই জানাতে পারে।’

তবে উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো, এই ধরনের লিগে অংশ নিলে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হবে বলে ফিফার যে আগের ঘোষণা ছিল, এবারের বিবৃতিতে সেসবের কোনো উল্লেখ নেই।

রাজনীতিবিদদের বক্তব্য : ১২ ক্লাবের সুপার লিগে যোগদানের খবর প্রকাশের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে জানান তাদের অবস্থান। ‘ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা বিশ্ব ফুটবলের জন্য হবে ক্ষতিকর এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা ফুটবল কর্তৃপক্ষগুলোর প্রতি সমর্থন জানাই।’

ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভন এলিসি প্যালেসের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতেও ফুটবল সংস্থাগুলোর প্রতি জোর সমর্থনের কথা বলা হয়েছে। ‘ফুটবলের সংহতি ও ক্রীড়া চেতনাকে হুমকির মুখে ফেলে দেওয়া প্রকল্প ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে ফরাসি ক্লাবগুলোর অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। জাতীয় হোক বা ইউরোপিয়ান, ফুটবলের মৌলিক প্রতিযোগিতাগুলোর মর্যাদা ও অখণ্ডতা রক্ষায় এলএফপি, এফএফএফ, উয়েফা ও ফিফার নেওয়া সব পদক্ষেপকে সমর্থন করবে ফরাসি রাষ্ট্র।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads