• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

সংগৃহীত ছবি

ফুটবল

গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ মে ২০২১

ক্রীড়াবিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি প্রত্যাখ্যান করেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা হয়নি তার। তবে মৌসুম শেষে বিষয়টি নিয়ে ভাবার কথা জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। মার্কার খবর অনুসারে, ওই ম্যাচের আগের দিনই শিষ্যদের কাছে দল ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন জিদান। তবে রোবাবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে জয়ের পর সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন ছুড়েছেন রিয়াল কোচ, ‘আমি কীভাবে বলব যে, আমি চলে যাচ্ছি? যখন আমরা সবকিছু দিয়ে প্রাণপণ চেষ্টা করছি (শিরোপা জেতার জন্য)? যখন কেউ বাইরে থেকে কোনো কিছু বলে, তখন তারা যা ইচ্ছা তা-ই বলতে পারে। কিন্তু আমি আমার খেলোয়াড়দের কাছে কখনোই এ রকম কিছু বলব না।’

লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে রিয়ালের অর্জন ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। ৭৬ পয়েন্ট নিয়ে লড়াই থেকে ছিটকে গেছে তিনে থাকা বার্সেলোনা। নিজেদের মাঠে তারা ২-১ গোলে হেরেছে সেলটা ভিগোর কাছে। লিগের শিরোপা জয়ের লড়াই যখন শেষ দিনে গড়িয়েছে, তখন কেবল নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনায় বিরক্ত জিদান, ‘মৌসুমের শেষে ভাবা যাবে (থাকা বা না থাকার ব্যাপারটি)। কিন্তু আমি এখন রিয়ালের সঙ্গে আছি এবং (লিগের) শেষ ম্যাচটির দিকে আমার সমস্ত মনোযোগ রয়েছে। আমরা কেবল আমার ভবিষ্যৎ নিয়েই ক্রমাগত কথা বলে যেতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ম্যাচটি, যেটা খেলা আমাদের বাকি আছে।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads