• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মেসিদের ডেরায় আগুয়েরো

ফাইল ছবি

ফুটবল

মেসিদের ডেরায় আগুয়েরো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০২১

বিষয়টা অনেকটাই পরিষ্কার ছিল। এবার শীর্ষস্থানীয় ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোও জানাচ্ছে, লিওনেল মেসির বার্সেলোনাতেই যাচ্ছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। কাতালান ক্লাবটিতে ফি বছর ৫১ কোটি টাকার চুক্তিও প্রায় সম্পন্ন হয়ে গেছে। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি।

গেল গ্রীষ্মকালীন দলবদলে লুই সুয়ারেজকে ছেড়ে দেয় বার্সা। এর পর থেকেই একজন পরীক্ষিত সেন্টার ফরোয়ার্ডের সন্ধানে আছে দলটি। মার্টিন ব্র্যাথওয়েট ছিলেন কিন্তু পুরো মৌসুমে মোটে ৭ গোল প্রমাণ দিচ্ছে সুয়ারেজের ছেড়ে যাওয়া জায়গাটা মোটেও পূরণ করতে পারেননি ডেনিশ এই ফরোয়ার্ড।

এ জন্যই দলবদলে সেন্টার ফরোয়ার্ডের খোঁজে আছে বার্সা। নবনির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তার পছন্দ বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হালান্ড হলেও ক্লাবটির চলমান আর্থিক দুর্দশা পথ আগলে দাঁড়িয়েছে। এর ফলেই ফ্রি এজেন্টে চোখ দলটির। আর সে ক্ষেত্রে সার্জিও আগুয়েরোর চেয়ে ভালো বিকল্প হতেই পারত না বার্সার জন্য। চলতি মৌসুম শেষে সিটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। ফলে তাকে দলে ভেড়াতে কোনো অর্থ খরচ করতে হবে না কাতালানদের। তার ওপর জাতীয় দলে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, সেটা ক্লাবেও যদি টেনে আনা যায় তাহলে আখেরে লাভটা হবে বার্সারই।

সর্বশেষ এক-দেড় মৌসুমে চোট সমস্যা কিছুটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এক্ষেত্রে। চোটের কারণে এ মৌসুমে আগুয়েরো খেলেছেন মাত্র ১৮ ম্যাচ, গোল করেছেন ৭টি। ফলে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে কাতালান ক্লাবটির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads