• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রিমিয়ার লিগের ১২ দল

সংগৃহীত ছবি

খেলা

প্রিমিয়ার লিগের ১২ দল

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ মে ২০২১

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করবে আবাহনী ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। গত বছর করোনাভাইরাসের কারণে দুই রাউন্ড পরই বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। সেবার ছিল ৫০ ওভারের ফরম্যাটের খেলা। লম্বা সময় বন্ধ থাকার পর সূচি জটিলতা এড়াতে বদলে দেওয়া হয়েছে ফরম্যাট।১২ দলের এই টুর্নামেন্ট হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন দেশের প্রথম সারির প্রায় সব ক্রিকেটার। নিষেধাজ্ঞা থাকার কারণে আগের বছর ছিলেন না সাকিব আল হাসান। মুক্ত সাকিবকে সুযোগ পেয়ে এবার দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এক নজরে দেখে নেওয়া যাক ১২ দলের স্কোয়াড।

আবাহনী লিমিটেড : নাঈম শেখ, লিটন, মুশফিকুর, সাইফউদ্দিন, মোসাদ্দেক, নাজমুল হোসেন, আফিফ, আমিনুল ইসলাম, তাইজুল, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিব, মেহেদি হাসান, তৌহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, শাহিন আলম, রাকিবুল ইসলাম, স্বাধীন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব : সাকিব আল হাসান (পরে দলভুক্ত), তাসকিন আহমেদ, আসিফ হোসেন, শাকিল হোসেন, মাহমুদুল হাসান, শামসুর রহমান, শুভাগত হোম, নাদিফ চৌধুরী, পারভেজ হোসেন, আবু হায়দার, রাহি, ইয়াসিন আরাফাত, ইরফান শুক্কুর, রুয়েল আহমেদ।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, রকিবুল হাসান, অলক কাপালি, রনি, অমিত মজুমদার, আরাফাত সানি জুনিয়র, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল, নাহিদুল, মনির হোসেন, নাঈম হাসান, দেলোয়ার, নাজমুল ইসলাম, কাজি কামরুল, আলি মোহাম্মদ, তারিকুল ইসলাম।

গাজী গ্রুপ ক্রিকেটার্স : মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, আরিফুল হক, সৌম্য, শেখ মেহেদী, ইয়াসির, নাসুম আহমেদ, জাকির হাসান, হাসান মাহমুদ, সনজিৎ, আকবর আলি, শাহাদাত হোসেনু, নাহিদ হাসান, মুকিদুল, রাকিবুল।

ব্রাদার্স ইউনিয়ন : মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ শাহজাদা, হাবিবুর রহমান, সাগর, সাইমন, নাঈম ইসলাম, মেহেদি হাসান, মাইশুকুর রহমান, তুষার ইমরান, আলাউদ্দিন বাবু, সাকলাইন সজিব, জাভেদ, নুরুজ্জামান, সুজন, জাবিদ হোসেন, জসিম উদ্দিন, রনি, মামুন, তুহিন।

লিজেন্ডস অব রূপগঞ্জ : নাঈম ইসলাম, জাকের আলি, শহিদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আজমির আহমেদ, মুক্তার আলি, মেহদি মারুফ, সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, শামসুল ইসলাম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, সোহাগ গাজি, সানজামুল ইসলাম, রুয়েল মিয়া।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, নাসির হোসেন, তানভির হায়দার, মোহাম্মদ ইলিয়াস, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, মিনহাজুল, মেহরাব হোসেন, ইমরুল কায়েস (করোনায় আক্রান্ত, শুরুতে খেলতে পারবেন না), আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, এবাদত হোসেন, সাকিল আলি, আব্দুল হালিম।

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব : আনিসুল ইসলাম ইমন, রায়হান রাফসান, মোহাইমিনুল খান, মোহাম্মদ রাকিব, মিনহাজুল আবেদিন, রাকিবুল হাসান, আলিস আল, মোহাম্মদ সেন্টু, হামিদুল ইসলাম, গাজি সোহেল, আসাদুজ্জামান পায়েল, রাহওয়াত আলি, মাহমুদুল হাসান, মোহাম্মদ রশিদ, রাখিন আহমেদ, আমিত হাসান, শানাজ আহমেদ।

পারটেক্স স্পোর্টিং ক্লাব : রবিউল ইসলাম, সাখির হোসেন, নিহাদ উজ জামান, আব্বাস মুসা আলভি, জয়নুল ইসলাম, হাসানুজ্জামান, সায়েম আলম, মইন খান, তাসামুল হক, জুবাইর হোসেন, নাজমুল হোসেন, শাহবাজ চৌহান, ধীমান ঘোষ, ইজহারুল ইসলাম, রনি হোসেন, মোসাদ্দেক ইফতেখার, শফিউল হায়াত হূদয়।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, শরিফুল্লাহ, ফজলে রাব্বি মাহমুদ, তাইবুর রহমান, সাইফ হাসান, কামরুল ইসলাম, ইমরানউজ্জামান, রাইহান উদ্দিন, আবু সায়েম, আসিফ আহমেদ, জয়রাজ শেখ ইমন, রেজাউর রহমান, তৌকির খান, তৌফিক খান, শফিকুল ইসলাম।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : তানজিদ হাসান, সাব্বির হোসেন, তৌহিদ হূদয়, মহিদুল ইসলাম, মোহর শেখ, প্রিতম কুমার, রবিউল, সাজ্জাদুল হক, হাসান মুরাদ, তানভির ইসলাম, সুমন খান, রবিউল হক, ইফতেখার সাজ্জাদ, জুবায়ের, আশিকুর রহমান, অভিষেক দাস।

খেলাঘর সমাজকল্যাণ সমিতি : মেহেদি হাসান মিরাজ, মিনহাজুর রহমান, ফরহাদ হোসেন, ইমতিয়াজ, সৈয়দ খালেদ, নূর হোসেন, সালমান হোসেন, টিপু সুলতান, রনি চৌধুরী, জহুরুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads