• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আর্জেন্টাইন পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়ার খবর

সংগৃহীত ছবি

ফুটবল

আর্জেন্টাইন পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়ার খবর

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২১

বাংলাদেশি ফুটবল ভক্তদের ব্রাজিল ও আর্জেন্টিনাপ্রীতি নতুন কিছু নয়। বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো আসরগুলোকে ঘিরে তাদের ভক্তি পরিণত হয় উন্মাদনায়, যার পরিণামে প্রায়ই বাধে সংঘর্ষ।

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের সবশেষ সংঘর্ষের খবর গুরুত্বের সঙ্গে ছেপেছে আর্জেন্টিনার পত্রিকা বুয়েনাস আয়ার্স টাইমস।

এএফপির বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের ফুটবল সমর্থন নিয়ে বিতণ্ডা গড়ায় সংঘর্ষে। ভক্তরা খালি হাত ও লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।’

রোববার কোপা আমেরিকার ফাইনাল নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে এমনটা বলা হয় প্রতিবেদনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এলাকাবাসীকে বলেছি বড়পর্দায় খেলা দেখা যাবে না। তাদের কাছে আমরা গিয়েছি ও অনুরোধ করেছি ফাইনালের সময় কোনো জমায়েত যেন তারা না করেন।’

বুয়েনাস আয়ার্স টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিকেটপ্রেমী দেশ হলেও বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় ফুটবল ফ্যানদের উত্তেজনা চরমে পৌঁছায় এবং দেশের শহরগুলো ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়। এছাড়া ২০১৮ সালে আর্জেন্টিনার পতাকা টাঙ্গানোর সময় মেসি ভক্তের মৃত্যুর খবর পাঠকদের স্মরণ করিয়ে দেয় প্রতিবেদনটি।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় চারজন আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads