• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মেসির সঙ্গে লাপোর্তার চালাকি

সংগৃহীত ছবি

ফুটবল

মেসির সঙ্গে লাপোর্তার চালাকি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০২১

লিওনেল মেসি থাকবে, থাকছে, চুক্তি আসন্ন- ছয় মাসের বেশি সময় ধরে এমন কথা শুনে আসায় বুক বেঁধেছিলেন বার্সেলোনার সমর্থকরা। শেষ পর্যন্ত সবিস্ময়ে আবিষ্কার করলেন, হাল ছেড়ে দিয়েছে দল, ক্যাম্প ন্যু ছেড়ে গেছেন ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, মেসিকে ধরে রাখতে যথেষ্ট চেষ্টা কি করেছিল বার্সেলোনার কর্তাব্যক্তিরা?

অভিযোগের তীর স্বাভাবিকভাবেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার দিকে। দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার আগে, দাবি করেছিলেন তিনিই কেবল ধরে রাখতে পারবেন মেসিকে। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারেননি তিনি। তার সদিচ্ছার অভাব দেখছেন কেউ কেউ। তারা অভিযোগ করেছেন, মেসির সঙ্গে কূটকৌশল করেছেন লাপোর্তা। মেসিবিহীন মৌসুম শুরু করেছে বার্সেলোনা, রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এদিনই করোনাভাইরাসের কঠিন পরিস্থিতিতে লম্বা সময় পর কাম্প নউয়ে মাঠে প্রবেশ করবে দর্শক। এর আগে মাঠের বাইরে দেখা গেছে নানা ধরনের ব্যানার। যার মধ্যে অনেকগুলোই লাপোর্তার বিরুদ্ধে। মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে সরাসরি আঙুল তোলা হয়েছে সভাপতির দিকে। সমর্থকদের অনেকের মতে, মেসিকে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেনি বোর্ড। চুক্তির একটি ধারা কার্যকর করে গত বছর ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু ওই ধারা কার্যকরের সময় পেরিয়ে যাওয়ায় অনেক টানাপোড়েনের পর অনিচ্ছায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত ১ জুলাই ফ্রি এজেন্ট হয়ে যান মেসি। তবে এবার নতুন চুক্তিতে পুরোনো ঠিকানায় ফিরতে রাজি ছিলেন তিনি। ক্লাবের কথা চিন্তা করে বেতনের ৫০ শতাংশের কমে চুক্তিও করতে চেয়েছিলেন। কিন্তু এরপরও তাকে রাখতে পারেনি বার্সেলোনা। ক্লাবের আর্থিক দুরবস্থা ও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মে আটকে যায় মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads