• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

ফুটবল

ধর্ষণের অভিযোগে বহিষ্কার ম্যানসিটির তারকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২১

ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় বৃহস্পতিবার তাকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৭ আগস্ট) তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

চেশায়ার কনস্টাবুলারি এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ বছর বয়সী এ খেলোয়াড়ের বিরুদ্ধে চারটি ধর্ষণ এবং একবার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ১৬ বছরের বেশি বয়সী তিনজন তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, ২০২০–এর অক্টোবর থেকে এ বছরের আগস্টের মধ্যে এসব ঘটনা ঘটেছে।’

আলাদা বিবৃতিতে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জানিয়েছে, বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন এবং প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত তারা আর মন্তব্য করবে না।

ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা মঁদি ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে মোনাকো থেকে রেকর্ড ৫ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে যোগ দেন পেপ গুয়ার্দিওলার সিটিতে।

সে সময় মঁদিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। এরপর থেকে ম্যানচেস্টারের দলটির হয়ে এই লেফট ব্যাক জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads