• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

খেলা

বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই শুরু হচ্ছে আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২১

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। সুপার টুয়েলভের প্রথম দিনেই রয়েছে হাইভোল্টেজ দু'টি ম্যাচ।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় ‘গ্রুপ-১’এ থেকে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

সমীকরণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না অজিদের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে দু'টি সিরিজেই বাজেভাবে হেরেছে তারা। সর্বশেষ দশ টি-টোয়েন্টির ৮টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। তবে, সে যাইহোক বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে অজিরা। অপরদিকে রেসি ভ্যান ডুসেন, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাবাদাদের মতো তরুণদের নিয়ে পুরনো আক্ষেপ ঘোঁচাতে মরিয়া প্রোটিয়ারা।

দিনের অপর ম্যাচে একই গ্রুপ থেকে মুখোমুখি হবে ফেভারিট ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

তবে বিশ্বকাপ শুরুর আগেই থেকেই দুঃসময় চলছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হার হতাশ করেছে সমর্থকদের। আর চোটের কারণে শুরুর আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনের। পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে।

এদিকে বেন স্টোকস, জোফরা আর্চার না থাকলেও পুরোনো আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারে প্রস্তুত জেসন রয়, জস বাটলার,ও জনি বেয়ারস্টোরা।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভে গ্রুপ-২ এ আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া।

সুপার টুয়েলভে অনুষ্ঠিত হবে ৩০টি ম্যাচ। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল পাবে সেমিফাইনালের টিকিট। ১০ ও ১১ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে। 

১৪ নভেম্বর দুবাইয়ে হবে টি-টোয়েন্টি ফাইনাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads