• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ফুটবল

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। দুরন্ত এই হ্যাটট্রিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা বানিয়ে দিয়েছে তাকে। বর্তমানে তার গোলসংখ্যা ৮০৭টি।

সবচেয়ে বেশি গোল কার- প্রশ্নটা বেশ বিতর্কের জন্ম দেয়। কারো মতে পেলে কারো মতে আবার বিকান। ফুটবল ইতিহাসে গোলের রেকর্ডটা সংরক্ষণে না রাখলেও বিকানের ৮০৫ গোলের বিষয়টা স্বীকৃতি দেয় ফিফা!

পেলেকে রোনালদো ছুঁয়ে ফেলেছিলেন আগেই, শনিবার রাতে ছুঁলেন, ছাড়িয়েও গেলেন বিকানকে। হয়ে গেলেন ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে রোনালদোর জোড়া গোলে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই সমতায় ফিরেছিল টটেনহ্যাম। তবে ম্যাচের ৮১ মিনিটে গিয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট শটে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। জেডন সানচোর পাস থেকে দলকে ফের এগিয়ে দেন তিনি।

রোনালদোর এ দুই গোলের মাঝে ৩৫ মিনিটের সময় নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার অ্যালেক্স তেলেস। ফলে পেনাল্টি পেয়ে যায় টটেনহ্যাম। সহজ সুযোগ পেয়ে স্কোরলাইন ১-১ করেন অধিনায়ক হ্যারি কেইন।

পরে আবারও নিজেদের ভুলে স্কোরলাইন ২-২ হতে দেখে রেড ডেভিলরা। এবার ম্যাচের ৭২তম মিনিটে হ্যারি মাগুইরের আত্মঘাতী গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে টটেনহ্যাম। সার্জিও রেগুইলনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ইউনাইটেড ডিফেন্ডার।

তবে দলকে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি রোনালদো। ম্যাচের ৮১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে দলের জয় নিশ্চিত করেন তিনি। পাশাপাশি প্রিমিয়ার লিগে টেডি শেরিংহামের পর দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads