• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অবশেষ থামলো ডি কক

সংগৃহীত ছবি

খেলা

অবশেষ থামলো ডি কক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২২

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বল হাতে টাইগারদের শুরুটা দুর্দান্ত হলেও কুইন্টন ডি কক ও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। 

১৩তম ওভারে দ্বিতীয় ছক্কা মেরে ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কুইন্টন ডি কক। ১৪তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে দেড়শতে নেন তিনি। 

তবে নিজেই ইনিংসটা লম্বা করতে পারেনি কুইন্টন ডি কক। ১৫তম ওভারের তৃতীয় বলে তাকে মাঠছাড়া করেন আফিফ হোসেন। লং অফে সৌম্য সরকারের ক্যাচ হন প্রোটিয়া ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬৩ রানের রেকর্ড জুটি গড়ে মাঠ ছাড়লেন ডি কক। ৩৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৩ রান করেন তিনি। ৭ রানে প্রথম উইকেট হারানোর পর রাইলি রুসোর সঙ্গে জুটি গড়েন ডি কক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads