• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪২৯

ফুটবল

গুন্দোয়ানের বার্সা ছাড়ার কারণ আর্থিক নয়: লাপোর্তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ইলকাই গুন্দোয়ান। ২০২৩ সালের জুনে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন কাতালান ক্লাবটিতে। এই তারকা ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও, গত মৌসুমটা শিরোপাহীন কাটে কাতালান দলটির।

গত মাসে আবারও পুরানো ডেরা ম্যানসিটিতে ফিরে যান গুন্দোয়ান। মূলত ক্লাবের আর্থিক সমস্যার কারণে গুন্দোয়ানকে বার্সা ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায় বিভিন্ন সংবাদমাধ্যমে। কারণ কাতালান ক্লাবটিতে সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়দের একজনও ছিলেন তিনি।

ইলকাই গুন্দোয়ানের বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফেরার ব্যাখ্যা দিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সেলোনা সভাপতির দাবি, জার্মান মিডফিল্ডারের এই সিদ্ধান্তের পেছনে মোটেও ক্লাবের আর্থিক বিষয় ছিল না। ছিল দলের কৌশলগত সিদ্ধান্ত।

লাপোর্তা বলেন, গুন্দোয়ান দারুণ একজন খেলোয়াড় এবং চমৎকার একজন মানুষ। এখানে এক বছরে সে দুর্দান্ত ছিল, কিন্তু হ্যান্সি ফ্লিকের সঙ্গে বৈঠকের পর, স্কোয়াডের অবস্থা মূল্যায়ন করে ক্রীড়ার কৌশলগত কারণেই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের জন্য এটা পুরোপুরি ক্লাব ও খেলোয়াড়ের নেয়া স্পোর্টিং সিদ্ধান্ত ছিল।

বার্সা ছেড়ে তার চলে যাওয়াই যদি ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করতে পারে, তাহলে এটি তাকে কিছুটা কম কষ্ট দেবে গুন্দোয়ান এমনটাই জানিয়েছিলেন বার্সা ছাড়ার আগে। তবে বিষয়টি মোটেও এমন ছিল না বলে জানান বার্সা সভাপতি। লাপোর্তা বলেন, আমি সংবাদমাধ্যমে পড়েছি, এটা নাকি আর্থিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তা নয়। আর্থিক প্রভাব হয়তো ছিল, কিন্তু এটি কারণ ছিল না। আমরা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছি, কারণ সে ফ্রি এজেন্ট হিসেবে এখানে এসেছিল, তাই এটিই সঠিক ছিলো।

ক’দিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। এক বছরের চুক্তিতে গুন্দোয়ানকে ফিরিয়েছে সিটি। দুই পক্ষ রাজি থাকলে এই চুক্তি বাড়তে পারে আরো এক বছর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads