• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৩১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ

ছবি: বাংলাদেশের খবর

ভ্রমণ

৩১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২১

চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ৩১০ জন পর্যটক নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যায় অভিজাত জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন লিমিটেড।

কেয়ারি ট্যুরস অ্যান্ড লিমিটেডের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ আলম জানান, করোনা, জেটি সংস্কারসহ বিভিন্ন অজুহাতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় পর্যটক মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই মাসে আরও জাহাজ চলবে। প্রথমে শুধু কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে কেয়ারি সিন্দাবাদও চলাচল করবে। নৌ-মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও অনুমতি দিয়েছে। এতে করে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে আর কোনো বাধা রইল না।

তিনি আরও জানান, টেকনাফের দমদমিয়া ঘাট হয়ে নিয়মিত পথেই জাহাজগুলো চলাচল করবে।

এদিকে সেন্টমার্টিনে দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ থাকায় হোটেল-মোটেল কর্মচারীরা অভাবে দিনাতিপাত করছিল। অবশেষে অনুমতি নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের সংবাদ পেয়ে আনন্দিত হয়েছেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় টেকনাফে নিজস্ব জেটি থেকে ৩১০ জন পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজটি রওয়ানা করে দুপুর ১২টায় সেন্টমার্টিন ঘাটে পৌঁছে। জাহাজ আসার খবর শুনে দ্বীপের অধিকাংশ লোকজন পর্যটকদের স্বাগত জানাতে জেটিঘাটে জড়ো হয়। তারা পর্যটকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব খান আক্ষেপ করে বলেন, ‘কত মন্ত্রী-এমপি স্বপ্নের সেন্টমার্টিন এসে ঘুরে যান। কিন্তু দুঃখের বিষয়, জেটির ভাঙাচোরা করুণ দৃশ্য পর্যটকদের মাঝে চরম হতাশায় ফেলে দেয়। এ করুণ দৃশ্য দেখে দ্বীপবাসীও মর্মাহত।’

বছরের প্রথম জাহাজ ছাড়ার আগেই সকাল থেকে পর্যটকদের সমস্যা ও জাহাজ কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী নিচ্ছে কি না তা তদারকি করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ চৌধুরী।

তিনি বলেন, কোনোভাবেই পর্যটক হয়রানি বরদাশত করা হবে না। অতিরিক্ত যাত্রী বহন করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কক্সবাজার টুয়াকের সহ সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন,দেরীতে হলেও সেন্টমার্টিন রোটে জাহাজ চলাচল শুরু হওয়াতে স্থানীয় বাসিন্দা সহ পর্যটন ব্যবসায়িরা সস্তির নিশ্বাস ফেলেছে। আসা করছে এখন থেকে নিয়মতি সব জাহাজ চলাচল করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads