Logo

সারাদেশ

বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর, ফাঁসি চেয়ে আদালত চত্বরে মিছিল

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর, ফাঁসি চেয়ে আদালত চত্বরে মিছিল

সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ সময় অর্ধশতাধিক আইনজীবী আদালতে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে মিছিল করেন। আইনজীবীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। 

ধর্ম অবমাননার প্রতিবাদে আইনজীবীদের এমন সরাসরি অবস্থান মানিকগঞ্জের আদালত চত্বরে নজিরবিহীন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা গেছে।

স্লোগান দেওয়া ব্যক্তিরা বলেন, আবুল সরকারের মন্তব্য দেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। আমাদের এই পবিত্র ভূমিতে সৃষ্টিকর্তা বা রাসুলকে নিয়ে কটূক্তি করার কোনো অবকাশ নেই। আমরা আইনের লোক হলেও, আমাদের ধর্মীয় অনুভূতি আগে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। 

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, ‘বাউলরা যেন ভবিষ্যতে আল্লাহ ও কোরআন না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য না দেন, সেটি নিশ্চিত করতে বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত আমাদের দেওয়া নথির তথ্য সঠিক পাওয়ায় ওই বাউলের জামিন নামঞ্জুর করেছেন।’

গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। দুপুরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ করা হয়। ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের মামলার এজাহারে বলা হয়েছে, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর এসব মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

এ বিষয়ে আবুল সরকারের সহকারী শিল্পী রাজু সরকার বলেন, আবুল সরকারের পালাগানের পুরো বক্তব্য প্রচার না করে একটি গোষ্ঠী তাঁর বক্তব্য আংশিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে পরিবেশ ঘোলাটে করছে। মহান আল্লাহ পাকের তিনটি সৃষ্টির মধ্যে কোনটি আগে করা হয়েছে— প্রতিপক্ষ বাউলশিল্পীকে এমন প্রশ্ন করেছিলেন আবুল সরকার। মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেননি। ওই অনুষ্ঠানে মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলেছিলেন। ওই গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে আবুল সরকারের পালাগানের মন্তব্যের ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।

আফ্রিদি আহাম্মেদ/এনএ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর