‘বিছানায় না গেলে পুরুষ বাউলরা নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকে না’
‘ওরা আগে বেডে নিতে চায়, তারপর গান গাওয়ার সুযোগ দেয়।’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৯
বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠেছে, ঠিক সেই সময়ই বাউল অঙ্গনের আরেক শিল্পী হাসিনা সরকার পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।
এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, নারী বাউল শিল্পীরা শারীরিক সম্পর্কে রাজি না হলে তাদের কোনো অনুষ্ঠানেই ডাক দেওয়া হয় না। এমনকি তিনিও বহুবার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে তিনি ইচ্ছাকৃতভাবেই কারও নাম প্রকাশ করেননি।
তিনি বলেন, ‘বাউলদের বলতাম— আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাইখেন। তখন তারা বলত— খেয়াল রাখতে হলে ‘কথা’ শুনতে হবে, ডাকলে আসতে হবে। আমি জানতে চাইতাম— কী ধরনের কথা? তারা বলত— এটা কি খোলসা করে বলতে হবে? তখন বলেছি— মাফ চাই, দোয়া চাই, কিন্তু আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম আমাকে লাগবে না। এটাই বাউল গান নয়।’
নারী শিল্পীদের প্রতি কুপ্রস্তাব দেওয়া এখন বাউল জগতে নিত্যদিনের ঘটনা— এমনটাও দাবি করেছেন তিনি।
তার ভাষায়, ‘ওরা আগে বেডে নিতে চায়, তারপর গান গাওয়ার সুযোগ দেয়। আমাকে ডাকে বা না ডাকে, বায়না দেয় বা না দেয়— কোনো সমস্যা নেই। কারণ আমার সম্মানের বিনিময়ে আমি কাজ নেব না। আমাকেও বলা হয়েছে— ‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’’
হাসিনা সরকার মনে করেন, এ ধরনের আচরণ বাউল সংগীতের পবিত্র ধারা কলুষিত করছে, আর এখনই এর বিরুদ্ধে কথা বলা জরুরি।
এসএসকে/

