• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য: করোনার প্রভাবে রাজস্বে নিম্নগতি

সংগৃহীত ছবি

আমদানি-রফতানি

এপ্রিলে ১০ কোটি ৮৬ লাখ টাকা রাজস্ব আয়

টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য: করোনার প্রভাবে রাজস্বে নিম্নগতি

  • জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার
  • প্রকাশিত ০৩ মে ২০২০

টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যে এপ্রিল মাসে ১০ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকা কম।  টেকনাফ স্থল বন্দরে সদ্য সমাপ্ত মাসে ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।

কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের এপ্রিল মাসে ১৪২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১০ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকা কম। যার আমদানি মূল্য ৩৪ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এই বন্দরে এপ্রিল মাসে ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অপরদিকে ৭টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ১৩ লাখ ৮০ হাজার টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।

এ ছাড়া শাহপরীরদ্বীপ করিডোরে গবাধিপশু আমদানি বাবদ টাকা রাজস্ব আদায় করা হয়।

টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা বিকাশ কান্তি বড়ুয়া জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ে। যার ফলে এপ্রিল মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads