Logo

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন

মিথ্যা খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১০

মিথ্যা খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি দুই দিন। নির্বাচনের আগে দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে শেষ মুহূর্তের লড়াই। এরই মধ্যে নির্বাচনে ভোটদান ও জালিয়াতির বিষয়ে ভুয়া খবর, ভুল তথ্য এবং মিথ্যা অভিযোগের ঢেউ উঠেছে।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ভোট জালিয়াতির অসংখ্য অভিযোগে সয়লাব। এর মধ্যে বেশিরভাগ পোস্ট ট্রাম্পের গত নির্বাচনে বিজয়ী হওয়ার মিথ্যা দাবিকে সমর্থন করার পাশাপাশি আসন্ন নির্বাচনে আবারও জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছিল, হাইতির অভিবাসীরা জর্জিয়ায় ভোট দিচ্ছে। পরে এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের মিথ্যা তথ্যের কারণে নির্বাচনী নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যা নির্বাচনের ফলাফলের প্রতি জনসাধারণের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে।

২০২০ সালের নির্বাচনের সময় ঘটে যাওয়া পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেসময় ট্রাম্প ভোট গণনার সময় মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। যা পরিস্থিতি সহিংসতার দিকে নিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পেনসিলভেনিয়ায় ব্যাপক ভোট জালিয়াতি চলছে বলে দাবি করেছেন। এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘পেনসিলভেনিয়া জালিয়াতি করছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

এ অভিযোগের পর পেনসিলভেনিয়ার কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন বলে জানান। কিন্তু রাষ্ট্রের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা আল স্মিট সতর্কতা প্রকাশ করে ভোটারদের বিভ্রান্তির বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এসব অভিযোগের অধিকাংশই অর্ধসত্য ও বিভ্রান্তিমূলক।’

এর আগে, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বিতর্কে ট্রাম্প বলেছিলেন, যদি নির্বাচন ‘ন্যায়সঙ্গত ও বৈধ’ হয়, তবে তিনি ফল মেনে নেবেন। সম্প্রতি সিএনএন ও এসএসআরএসের একটি সমীক্ষা থেকে জানা যায়, প্রায় ৭০ শতাংশ আমেরিকান বলেছেন, ট্রাম্প যদি হারেন তবে ফল প্রত্যাখ্যান করবেন।

সূত্র: বিবিসি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর