গাজায় হামাসের শীর্ষ নেতৃত্বের শেষ সদস্যও নিহত দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৫

ছবি : সংগৃহীত।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেট জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে এক বিমান হামলায় আইজ আল-দিন কাসাব নামে এক শীর্ষ হামাস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, কাসাব গাজায় হামাসের রাজনৈতিক দফতরের সবশেষ জীবিত সদস্য ছিলেন। তিনি জাতীয় সম্পর্কের প্রধান হিসেবে গাজায় হামাসের অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, কাসাব হামলা পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং তিনি গাজার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হামাসের সম্পর্ক সমন্বয়ের জন্য দায়ী।
আইডিএফ আরো জানায়, কাসাবের সহকারী আয়মান আইয়েশও এই হামলায় নিহত হয়েছেন।
এদিকে, কান পাবলিক ব্রডকাস্টার জানায়, মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া গাজায় আটক পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, হামাস একটি ১২ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে—এমন খবর সঠিক নয়। হামাস আগামী সপ্তাহের শুরুতে এই প্রস্তাবের প্রতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
এসবি