কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত ১

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১৫:৫০
-67264a4420a02.jpg)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় একজন নিহত হয়েছেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন বিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাল্লাগ-গঙ্গানগরের মাঝখানে সাবেক ফুল মিয়া মেম্বারের বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. স্বপন মিয়া (৪০)। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে থাকতেন। গ্রামের বাড়িতে ঘরের কাজ দেখার জন্য আসলে মাদকের বিষয়ে এলাকায় কথা বলায় তিনি এ হত্যার শিকার হন বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মাদকের কার্যকলাপে বাধা দেয়ায় তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারির গডফাদাররা৷ গঙ্গানগর গ্রামের চিহ্নিত মাদকের গডফাদার নামে পরিচিত মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন, উজ্জ্বল হোসেন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সালাউদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জন মিলে শাহজালালের বাড়িতে তাকে হামলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে রওনা দেয়৷ হামলাকারীরা শাহজালালের বাড়ির কাছাকাছি পৌঁছালে শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন (৪৮) ও তার চাচাতো ভাই স্বপন মিয়া (৪০) হামলাকারীদের দেখে সড়কের পাশে বাগানে ঢুকে পড়লে হামলাকারীরা তাদের উপর হামলা চালায়৷ এসময় তাদের হামলায় স্বপন ও মোফাজ্জল হোসেন গুরতর আহত হয়৷ তাদের চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়৷ আহতদের হাসপাতালে নিলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. স্বপন মিয়াকে (৪০) মৃত ঘোষণা করেন। মোফাজ্জল হোসেন (সোহেল)-এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বি-পাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, নিহত স্বপনের মরদেহ থানায় নিয়ে আসলে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করি৷ মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে৷
-এমএইচএস