• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 ২০ এপ্রিলের মধ্যে খোলা যাবে শ্রমিকদের ব্যাংক হিসাব

সংগৃহীত ছবি

রাজস্ব

২০ এপ্রিলের মধ্যে খোলা যাবে শ্রমিকদের ব্যাংক হিসাব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আস্তে আস্তে সর্বত্র ছড়িয়ে পড়ায় সৃষ্ট পরিস্থিতিতে কেবল সচল রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষিত এই প্রণোদনার অর্থ সরাসরি উপকারভোগীদের হিসাবে জমা দেয়া হবে।

আর সে লক্ষে আগামী ২০ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৬ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করে সকল ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

এতে বলা হয়, সকল পক্ষের প্রত্যক্ষ অংশ গ্রহণে সচল রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতাদি দেওয়ার জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করতে হবে ২০ এপ্রিলের মধ্যে। যেসব শ্রমিকের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে হিসাব খোলা যাবে। হিসাব খোলার জন্য কোন চার্জ আদায় করা যাবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads