• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বন্ধু বাঁচলেও উদ্ধার করতে যাওয়া শিশু নিখোঁজ

বন্ধুকে বাঁচাতে গিয়ে ইমন নামে আরেক বন্ধু নিখোঁজ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

বন্ধু বাঁচলেও উদ্ধার করতে যাওয়া শিশু নিখোঁজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৮

রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের পাশে খেলাধুলা করার সময় হূদয় নামে এক শিশু ময়লা ডোবার পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে ইমন নামে তার এক বন্ধু নিখোঁজ হয়েছে। স্থানীয় বাসিন্দারা হূদয়কে উদ্ধার করলেও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ৫ ঘণ্টা চেষ্টা করেও ইমনকে উদ্ধার করতে পারেননি। গতকাল রোববার দুপুর ১টায় পুরান ঢাকার নবাবগঞ্জ বড় মসজিদের অদূরে বেড়িবাঁধের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহীদুর রহমান জানান, দুপুর ১টার দিকে পূর্ব রসুলপুর মুকুলের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছয় বছর বয়সী ছেলে হূদয় আর তার বন্ধু ইমন (৫) বাসার অদূরে বেড়িবাঁধের পাশে ময়লার স্তূপে খেলা করছিল।

খেলাধুলা করতে করতে তারা পাশের ডোবার পানির কাছাকাছি গেলে একপর্যায়ে ময়লার স্তূপে পা দিতেই হূদয় ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় ইমন তাকে বাঁচাতে গেলে সেও একইভাবে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।

শহীদুর রহমান জানান, তারা পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা হূদয়কে উদ্ধার করে। সে সুস্থ রয়েছে। তবে তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও ইমনকে উদ্ধার করতে পারেননি। তিনি জানান, বেড়িবাঁধের পাশে বুড়িগঙ্গা শাখা নদীতে ময়লা-আবর্জনা ফেলার কারণে তা এখন ছোট্ট ডোবা। ময়লা-আবর্জনায় ডোবা ভরাট হলেও নিচের দিকে ময়লা-আবর্জনা নরম। শিশু দুটি ওইখানে পড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ইমনকে খুঁজে পাওয়া যায়নি। আলো স্বল্পতার কারণে আজকের মতো অভিযান সমাপ্ত করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads