• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

সাভারে যাত্রীবাহী বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাসচাপায় উইলিয়াম মার্টি নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তি্নি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এ কর্মরত ছিলেন।

রোববার সকাল পৌনে ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

নিহত উইলিয়াম মার্টির (২২) বাড়ি রাজশাহী জেলার তানোড়ে। তিনি আশুলিয়া শিল্প পুলিশ-১ এ কর্মরত ছিলেন।
ওসি আবদুল আউয়াল বলেন, নরসিংহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ‘আশুলিয়া ক্লাসিক পরিবহনের’ একটি বাস উইলিয়ামকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিশ্চিন্তপুর

এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উইলিয়ামকে মৃত ঘোষণা করেন বলে এ পুরিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads