• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে মো. আকিব পাটওয়ারী ও তানিশা আক্তার নামে সাড়ে চার বছরের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব পাটওয়ারী ওই বাড়ির মো. কামরুল পাটওয়ারীর একমাত্র ছেলে এবং তানিশা আক্তার একই বাড়ির কামরুল পাটওয়ারীর বোন কুসুম ও কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের বক্তার গাজী বাড়ির দিদারুল ইসলামের দ্বিতীয় মেয়ে। নিহতরা আপন মামাতো ও ফুফাতো ভাই বোন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে আকিব ও তানিশা খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর ওই বাড়ির দিঘীতে (পুকুর) তাদের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা সুজন পাটওয়ারী জানায়, আকিব পাটওয়ারী আমার একমাত্র ভাতিজা আর তানিশা বোনের বড় মেয়ে। গত সোমবার বোন কুসুম আক্তার তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। আজ রোববার পানিতে ডুবে দুইজনের (ভাতিজা ও ভাগনি) এক সঙ্গে মারা যায়।

এ দিকে দুই ভাই-বোনের একত্রে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িতে আত্মীয়-স্বজনসহ হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে। এ সময় নিহতদের পরিবারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদুল ইসলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। আমি ঢাকায় আছি। স্থানীয় ইউপি সদস্যকে ওই বাড়িতে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads