• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীদের চাপা দিলো প্রাইভেটকার: আহত ৭

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীদের চাপা দিলো প্রাইভেটকার: আহত ৭

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। একই আন্দোলন চলছে খুলনায়। এর মধ্যে খুলনায় চালকের লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীদের চাপা দিলো প্রাইভেটকার।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এতে পুলিশের সার্জেন্ট সোলাইমানসহ সাত শিক্ষার্থী আহত হয়। তবে দ্রুতগতির ওই প্রাইভেটকারটি আটক করতে পারেনি পুলিশ ও শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপদ সড়কের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। নগরীর শিববাড়ি মোড় থেকে এ বিক্ষোভ শুরু হয়ে ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে। দুপুর ১টার পর থেকে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিববাড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয়। একপর্যায়ে বিভিন্ন গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করতে শুরু করে শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভেটকার চালকের লাইসেন্স দেখতে চাইলে শিক্ষার্থীদের চাপা দেয় চালক। এতে পুলিশ সার্জেন্ট সোলাইমানসহ সাত শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক প্রাইভেটকারটি দ্রুতগতিতে চালিয়ে শিববাড়ি এলাকা ত্যাগ করে চালক।

আন্দোলনরত শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা জানায়, সড়কে একের পর এক মৃত্যু মেনে নেয়া যায় না। সড়কে নামলেই ভয়ে থাকতে হয়। এভাবে চলতে পারে না। লাইসেন্স চেক করার সময় আজো এক প্রাইভেটকার চালক আমাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

খুলনায় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা মেডিকেল কলেজ, সরকারি বিএল কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, পাইনিয়র কলেজ, খুলনা পাবলিক কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা পলিটেকনিক কলেজ, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল এবং শহীদ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads