• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পুঠিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

পুঠিয়া ম্যাপ

দুর্ঘটনা

পুঠিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার মাইপাড়ায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে পেছন থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। এতে ১৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা ৩ জনই মটর শ্রমিক বলে জানা গেছে।

নিহতরা হলেন- ট্রাকের ড্রাইভার জাকির হোসেন (৩০), হেলপার রিপু (৩২) এবং শ্যামলী পরিবহনের হেলপার সুমন (৫০)।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর এলাকার সলেমান আলী (৫০), নরুল ইসলাম (৪৮), আজিরুল ইসলাম (৫০), সবুর আলী (৩২), হাবিল উদ্দিন (৩৪), মাইনুল ইসলাম (৪০), রবিউল ইসলাম (৩৪)। একই জেলার রহনপুর এলাকার সিফাত (১০), রোকেয়া বেগম (৫০)। একই জেলার নাচোল এলাকার মোশারফ আলী (৩৫), রোকেয়া বেগম (৩০), বাহাদুর ইসলাম (৩৫), শাহিন আলী (৩৫), নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকার হায়েদার আলী (৬৫), শাপলা (২৫), সাগর আলী (২৫), একই জেলার মান্দা এলাকার জলিল উদ্দিন (৫০), জাহানারা বেগম (৪৪) এবং নোয়াখালীর জাহিদ (৩০)। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩২৭) পুঠিয়ার মাইপাড়া বাজারের পূর্ব পার্শ্বে বিলে পথে থেমে থাকা বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৭৫৬) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ১৯ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads