• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

দম্পতিসহ সড়কে প্রাণ গেল ৯ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দম্পতি, চালক ও গৃহবধূসহ ৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, শরীয়তপুরে দুজন এবং সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। আমাদের প্রতিনিধিদের খবর—

টাঙ্গাইল : জেলার কালিহাতী উপজেলার হাতিয়া ১১নং ব্রিজের কাছে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক সবুজসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। চালকের পরিচয় জানা গেলেও বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর : সদর উপজেলার কাশিপুর হিন্দুপাড়া নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গতকাল শক্রবার সকাল সাড়ে ১০টায় ভেক্যু মেশিন বহনকারী লরির চাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী সদর উপজেলার চরসোনামুখী গ্রামের মিঠুন মণ্ডল (৩৬) ও তার স্ত্রী নন্দিতা রানী মণ্ডল (৩০) নিহত হয়েছেন। পালং মডেল থানার উপপরিদর্শক আতিয়ার রহমান বলেন, নিহত দম্পতি মাদারীপুর ডাক্তার দেখাতে মোটরসাইকেলে রওনা হন। কাশিপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভেক্যু বহনকারী লরি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

সিরাজগঞ্জ : জেলার তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া : জেলার ভেড়ামারায় পিকআপের ধাক্কায় রাজা (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার দেলবার হোসেনের ছেলে।

মাগুরা : সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকায় বৃহস্পতিবার রাতে বাসচপাায় অলেয়া বেগম (৩৫) নামে গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন অলেয়া বেগমের স্বামী পিকুল হোসেন (৪৫) ও তাদের একমাত্র ছেলে আল আমিন হোসেন (১৮)। হতাহতদের বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে।

বাগেরহাট : জেলার মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় রুবেল শেখ (৩০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন। গত বৃহস্পতিবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাটের বোয়ালিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেখ মোল্লাহাট উপজেলার চরকান্দি গ্রামের মোস্তফা শেখের ছেলে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির জানান, রূপসী পরিবহনের একটি বাস নির্মাণশ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। এ সময় আরো ১৪ জন আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads