• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
রংপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ : নিহত ৩

বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

রংপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ : নিহত ৩

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

রংপুর সদর উপজেলার লাহিড়ীর হাট এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকের রংপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাদশা মিয়া নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি রংপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর এলাকার ইউসুফ উদ্দিনের ছেলে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এটিএম শামসুজ্জোহা সমকালকে জানান, রংপুর থেকে বদরগঞ্জগামী বৈদ্যুতিক সরঞ্জামবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads