• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি

আগুনে পুড়ে যাওয়া মালামালের একাংশ

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি

  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

নরসিংদীর মাধবদী আব্দুল্লাহ বাজারে ময়নানুর টেক্সটাইল মিলে গত ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মেশিনারিজ, সুতা, কাপড় সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ২৩ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মিলের ভিতরে কোন শ্রমিক ছিল না। সন্ধ্যা ৬টায় মিলের ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে সিকিউরিটি গার্ড আশপাশের লোক জনকে খবর দেয়। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে দেখে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদীসহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ময়নানুর টেক্সটাইল মিলের কর্তৃপক্ষ নজরুল ইসলাম জানায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কোন শ্রমিক মিলে ছিল না। আগুন মিলের ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ধারনা করছি আমাদের মিলের মেশিনারিজ সুতা, কাপড় মালামাল সহ প্রায় ২০ কেটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম ভূইয়া জানান খবর পেয়ে ঘটনার স্থলে পৌছে ৭টি ইউনিটের মাধ্যমে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই এবং এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। ধারনা করা হচ্ছে বৈদুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্বভ নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads