• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
চকবাজারে আগুন: ৭০ জনের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

চকবাজারে আগুন: ৭০ জনের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হয়নি। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে।

নিহতদের মধ্যে ৬২ জন পুরুষ, পাঁচজন নারী ও তিনটি শিশু রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ঘটনাস্থলে সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এক ব্রিফিংয়ে জানান, অগ্নিকাণ্ডে ৭০টি মরদেরহ উদ্ধার হয়েছে। ৪১ জন আহত হয়েছেন। আগুনের কারণ এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে; যা আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদনে দেবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বুধবার রাতের এ আগুন ভোর ৩টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তাদের ৩৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিক গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে মুহূর্তেই পাশের ভবনগুলোতে এ আগুন ছড়িয়ে পরে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads