• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ঢাকা বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি গ্যাসলাইট ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ রবিবার (২৩জুন) সকাল ৯.৩০ টায় এদূর্ঘটনা ঘটে রুহিতপুর ইউনিয়নের (নতুন সোনাকান্দা) এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে । খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আধাঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই বিল্ডিংয়ে থাকা ছোট বড় প্রায় ৩০ টি ম্যাচে গ্যাস ভাড়া মেশিন পুড়ে ছাই হয়ে যায়। প্রচণ্ড আগুনের লেলিহায় বিল্ডিংয়ের দেয়ালও ধসে পড়েছে।এসময় আগুনে পুড়ে তানিয়া (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছেন। তাকে মিটফোর্ড স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে নয়টার দিকে বি-৫০ প্লটের মবিসন্স লিমিটেড এর শ্রমিকদের হেইচই দৌড়াদৌড়ি দেখে আমরা বের হই দেখি গ্যাসের আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। আশপাশ থেকে আসা লোকজন যার যার অবস্থান থেকে আগুন নিবানোর চেষ্টা করছে। প্রায় ৩০/৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিসিক কর্মকর্তাআব্দুল জলিল তালুকদার জানান, বি-৫০ প্লটটির মালিক জুলহাস উদ্দিন জুয়েল। তিনি তার,ফ্যান,ক্যাবল ইত্যাদি প্রস্তুত করার মর্মে প্লটটি পান। কিন্তু তিনি বিসিকের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে, আমাদের না জানিয়ে একটি গ্যাস লাইট ম্যাচ ফ্যাক্টরি কে মাসিক ৫০ হাজার টাকায় ভাড়া দেন। আমরা জানার সাথে সাথে তাদের সতর্ক করে নোটিশও দিয়েছি। গেলো তিন মাস প্রায় ফ্যাক্টরি টি বন্ধও ছিলো। গতকাল থেকে তারা আবার ফ্যাক্টরি টি চালু করলে আজ এই আগুনের ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

ম্যাচ ফ্যাক্টরির ম্যানেজারের কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন প্রকার কথা বলতে রাজি হয়নি। বিল্ডিংয়ের মালিক ও ম্যাচ ফ্যাক্টরির মালিকে মুঠো ফোনে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। । বিল্ডিংটির ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও ম্যাচ ফ্যাক্টরির প্রায় ২০/২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিসিক শিল্পনগরী বসবাসকারী ও এলাকাবাসী অভিযোগ করেন,এখানে ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল ,মশার কয়েল জাতীয় কারখানা রয়েছে যার কোন প্রকার সরকারের অনুমোদন নেই ।এমন ক্ষতিকর ও ধ্বংসাত্মক গ্যাস ফ্যাক্টরি শিল্পনগরী তে থাকলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads