• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

শ্রীপুরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুরে স্পিনিং মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে এক নিরাপত্তা শ্রমিকের মুত্যু হয়েছে। এখনও আরো ৪ শ্রমিক নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় তেলিহাটি ইউনিয়নের নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিল নামে ওই কারখানার তুলার গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময়ও দাউ দাউ করে জ্বলছিল আগুন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, দুপুরে হঠাৎ আগুন লাগে। কালো ধোঁয়া দেখে শ্রমিকেরা কারখানা ছেড়ে বের হয়ে আসে।  এ সময় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ অন্ধকার হয়ে পড়ে। মুর্হুতের মধ্যেই তুলার সমস্ত গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

তারা জানান, এ সময় আগুনে পুড়ে এক নিরাপত্তা কর্মী নিহত হয়। এখনো আরো ৪ শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের স্বজনরা কারখানায় ভিড় করছেন তাদের খোঁজে।

নিহত শ্রমিকের নাম রাসেল মিয়া (৪০) । সে পার্শ্ববর্তী ময়মনসিংহের গঁফরগাওয়ের উলুল গ্রামের আলাউদ্দীনের ছেলে।  নিহত রাসেল এ কারখানার নিরাপত্তা কর্মী ছিল।

নিখোঁজ রয়েছে আনোয়ার হোসেন, সুজন মিয়া, রায়হান মিয়া, মোহাম্মদ শাহজালাল নামের ৪ শ্রমিক।

শ্রীপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ইনচার্জ) রাম প্রসাদ জানান, আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে দ্রত অগ্নিকান্ডস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।  পরে ভালুকার আরো ২টি ইউনিট কাজে অংশ নেয়। সন্ধ্যা পযর্ন্ত ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে। এখনো আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পানি সল্পতায় আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। কারখানার ভিতরের রাস্তাও সরু।

কারখানার মহাব্যবস্থাপক হারুন-অর রশিদ জানান, দুপুর ঠিক আড়াইটার দিকে কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads