• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
সিরাজগঞ্জে ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ৯

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ বর-কনে ও শিশুসহ ৯ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সাত যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বর রাজন (২৫) এবং কনে সুমাইয়া খাতুন (২০)-এর পরিচয় পাওয়া গেলেও বাকীদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তর পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় দু’টি বিয়ের গাড়ির একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪১৫৯) ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বর-কনেসহ কমপক্ষে ৯ জন মারা যান।

উল্লাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপার হওয়ার সময়ে বিয়ের বহরের একটি মাইক্রোবাস ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যান। ফোর্স পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা যাতে ট্রেনটির কোনো ক্ষতি না করে পুলিশ সে চেষ্টা করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads