• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লালমনিরহাটের নর্থবেঙ্গল এলাকায় অগ্নিকাণ্ড

লালমনিরহাটে নর্থবেঙ্গল এলাকায় অগ্নিকাণ্ড, এলাকাসির আগুন নিয়ন্ত্রনের চেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

লালমনিরহাটের নর্থবেঙ্গল এলাকায় অগ্নিকাণ্ড

১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৯

লালমনিরহাটে নর্থবেঙ্গল এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বাড়ির ৬টি ঘর ও মালামাল পুরে গেছে। এতে ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। 

আজ সোমবার শহরের নর্থবেঙ্গল এলাকায় বেলা ১২টার দিকে এঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবারের আইয়ুব আলী জানান, প্রতিবেশী মৃত আনোয়ারের ছেলে আনিছুল ইসলামের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুনে ওই বাড়ির ৫টি ঘর পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আরো একটি ঘর পুরে যায়। ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসার সাহস পায়নি। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মালামালসহ ওই ৬টি ঘর পুরে যায়। আগুনে ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেন।

জেলা প্রশাসক আবু জাফর ঘটনা স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads