• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রবাসি বেলালের নির্মাণাধীন ভবন

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৯

লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে সাথে স্পৃষ্ট হয়ে দ্বিতল ভবন থেকে পড়ে ইউসুফ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। 

গতকাল বৃহস্পতিবার (১আগষ্ট) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের করইতলা বাজারের পার্শ্বে প্রবাসি বেলালের বাড়িতে  এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১আগষ্ট) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের করইতলা বাজারের পার্শ্বে প্রবাসি বেলালের ভবনের দ্বিতীয় তলায় ওয়ালে টাইলস্ লাগানো অবস্থায় পল্লি বিদ্যুতের হাইবোল্ট তারের সঙ্গে লাগিয়ে শর্টখেয়ে ইউসুফ নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপতালে ভর্তি করলে রাত ৮টায় ওই শ্রমিকের মৃত্যু হয়। 

চররুহিতা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের আবদুল মতিনের পুত্র মৃত ইউসুফ।

স্থানিয়রা জানান, ভবনটি সরকারি রাস্তার কাছাকাছি ও পল্লীবিদ্যুৎ লাইন ঘেষা হওয়ায় ইউসুপ ওয়ালে টাইলস্ লাগাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে শর্টখেয়ে নিচে পড়ে যায়।

চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারি ইউসুফের মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটি  রাস্তার পাশে বিদ্যুতের তার ঘেষে। এর আগে ওই ভবন মালিক সরকারি রাস্তা কাছাকাছি  ভবনের সামনে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে তাকে নিষেধ করা হয়েছে।

এদিকে ভবন মালিক বেলাল পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads