• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঈদের ছুটিতে সড়কে ঝরল ২৭ প্রাণ

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

ঈদের ছুটিতে সড়কে ঝরল ২৭ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। এর মধ্যে রাজধানীতে সোহেল (৩০), রিনভি (২৫) ও সেলিম (৩৩) নামে তিনজন নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর বাড্ডা, শান্তিনগর ও বিমানবন্দর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকার বাইরে বগুড়ায় তিনজন, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লার চান্দিনায় দুজন করে এবং ময়মনসিংহের ফুলপুর, নাটোরের বড়াইগ্রাম, নওগাঁর ধামইরহাট, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং খুলনার পাইকগাছায় একজন করে নিহত হয়েছেন। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাসের একাংশ অপরটির ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস কেটে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি আলীমুদ্দিন।

সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। গত রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের কামানের চর এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি কোচ একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাংবাদিক দম্পতির মৃত্যু হয়। অন্যদিকে গত সোমবার সন্ধ্যায় বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গাড়িটির সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী শরীফ মেলামাইন কোম্পানির দুই এসআর নিহত, বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আহসান হাবিব মিজান বিষয়টি নিশ্চিত করেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। গত রোববার  রাতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল সায়মন ইসলাম দুর্জয় ঢাকার উত্তরখান চাঁনপুর এলাকার আব্দুস সালামের ছেলে ও অন্যজন মেরুল বাড্ডা এলাকার স্বর্ণ ব্যবসায়ী নিশি কান্ত দাসের ছেলে শিপন চন্দ্র দাস। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক আবুল হোসেন (৫২) নামে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে এতে ১০ জন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। অন্যদিকে মঙ্গলবার বিকালে ফুলপুর উপজেলার বাঁশাটী মধ্যপাড়া নামক স্থানে সোনার বাংলা পরিবহনের একটি বাস ও কুড়িগ্রাম রৌমারীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হন। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাটোর : নাটোরের বড়াইগ্রামে পুলিশের পিকাপ ও প্রাইভেটকারের সংর্ঘষে শাহজাহান আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সার্কেল এএসপির বডিগার্ড ইব্রাহিম হোসেন এবং গাড়িচালক মোবারক হোসেন। গতকাল বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করেন।

নওগাঁ : ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম এলাকায় এ ঘটনা ঘটে। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ধনবাড়ী  (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক প্রতিবন্ধী  (৪০) নিহত হয়েছেন। গতকাল  বুধবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার বিমান ঘাঁটি এলাকার টেলকিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে  মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, সকালে মানসিক  প্রতিবন্ধী ওই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন কোনো একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতু সংলগ্ন নীলগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মনির হোসাইন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের খালাতো ভাই মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। গত  সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় পশ্চিমপাড়ায় ও গত মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন  গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের ইজাহার উদ্দিন মোল্যার ছেলে ইউনুচ মোল্যা (৬৫) ও কাশিয়ানী উপজেলার সাহেবের চর গ্রামের মৃত মোসলেম শেখের স্ত্রী কুলসুম বেগম (৬০)।  গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ও  কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর : দিনাজপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বুধবার দুপুরে নবাবগঞ্জ-পীরগঞ্জ রোডে গাজীপুর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালকসহ দুজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবুত কুমার সরকার।

অন্যদিকে গত মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর মোড়ে পিকনিকের বাস থেকে নিচে পড়ে বুলবুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল কুমার চাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত সোমবার সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার বেকিপুল নামক স্থানে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সৌমিত ইসলাম (১৭) ও আসাদুল ইসলাম (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খোকন বিশ্বাস (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের দিন বেলা ১১টার দিকে উপজেলার কাতলামারী-শ্যামপুর সড়কের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানা-পুলিশ ও নিহতের বাবা সলেমান বিশ্বাস এ তথ্য জানান।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন স্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১০ যাত্রী। গত রোববার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার ধামরাই উপজেলার ভরাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গাড়িচালক জাহাঙ্গীর (৩৮) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে ইব্রাহীম (৬)।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালক নাজমুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় মুখোমুখি ধাক্কা লেগে ফায়েক (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। ঈদের দিন সকালে পৌর সদরের শিববাটী ব্রিজ রোডের নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মো. এমদাদুল হক শেখ জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads