• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনেই প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনেই প্রাণ গেল শিশুর

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনে জায়েদ (৬) নামে এক মাদরাসা ছাত্রসহ ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মোদকপাড়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস ও ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মোদকপাড়া নামক স্থানে সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই জায়েদ শিশু নিহত হয় ও তার মা কাজল, ছোট বোন মুন্নী, ফুফু তামান্না ও দাদী বেগমসহ একই পরিবারের মোট ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তামান্না (২৫), বেগম (৪৫), আবুল হোসেন (৫০) ও অজ্ঞাত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।সেখানে আবুল হোসেন মারা যান।

নিহত জায়েদ শেরপুর কালিবাড়ি টেংগুরিয়া মাদরাসার নূরানী ক্লাসের ছাত্র ও প্রাইভেট কার চালক আব্দুল মালেকের পুত্র।

এ ঘটনার পর স্থানীয় লোকজন স্পীড ব্রেকারের দাবিতে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে। পরে ফুলপুর উপজেলা ও পুলিশ প্রশাসন স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের হাসপাতালে দেখতে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads