• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারে ৫ জন আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, সুভাস রায় (৬০), তার মেয়ে পিয়া রায় (১৯) ও বোন দিপা রায় (৩৫), বাগনে দিপ্তি রায় (৪৫) ও বৈশাখী রায় (৩ বছর) ।

এ সময় এলাবাসী প্রণয় রায় মনা ও মিলনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের এম সাইফুর রহমান সড়কের (সেন্ট্রাল রোড) পিংকী সু ষ্টোর নামের একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ সূত্রপাত ঘটে। ঘটনার সময় দোকানের সাটার বন্ধ ছিল। মূহুর্তের মধ্যে দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে উপরের দু’তলায় আধাকাঁচা ঘরে। দু’তালায় দোকান মালিক সুভাষ রায় পরিবার নিয়ে বসবাস করতেন।

চিকিৎসাধিন প্রণয় রায় মনা জানান, তখন তিনি তাদের দোকানের ২য় তলায় ঘুমিয়ে ছিলেন। তার বড় ভাইয়ের স্ত্রী আগুন বলে চিৎকার দিলে তিনি ঘুম থেকে উঠেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একে একে ৫টি লাশ উদ্ধার করে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। ঘরের ভিতরে একটি গ্যাস রাইজার ছিলো, পরে ওই রাইজারে আগুন লাগে। তিনি জানান, দোতলায় এবং পেছনের বাসায় বসবাসকারীদের দোকানের ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা থাকায় তারা বের হতে পারেনি, তাই হতাহতের সংখ্যা বেড়েছে।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের ঘটনায় আমরা সবাই মর্মাহত। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দাহ কাজের জন্য ১লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads