• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
লামায় বন্য হাতির আক্রমনে নারীর মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

লামায় বন্য হাতির আক্রমনে নারীর মৃত্যু

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২০

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামের একটি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জহুরা বেগম (৫৫) সরই ইউনিয়নের কালাইয়ার আগা এলাকার ফজলুল হকের স্ত্রী।  

হাতির হামলায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শফিউল আলম বলেন, ঘটনা পরপরই ভোরে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

হাতির হামলা চালানোর সময় নিহত জহুরা বেগমের সঙ্গে ছিল তার ছেলে মো. জিয়াবুল (১৫)। কিশোর জিয়াবুল বলে, আজ ভোররাত সোয়া ৪টায় বন্য হাতির পালটি আমাদের বাড়িতে হামলা চালায়। রাতে আমি আমার মা ও আমার এক মামাতো বোনসহ মোট তিনজন বাড়িতে ছিলাম। হাতির পাল বাড়ির চারপাশে যখন ভাংচুর শুরু করে, তখন আমার মা ঘরের দক্ষিণের জানালা ভেঙে আমাকে ও আমার মামাতো বোনকে ঘর থেকে বের দেয়। আমরা পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ি। তখন হাতির পালটি ঘরের উত্তর পাশে ছিল। শেষে আমার মা জানালা দিয়ে বের হলে তিনি হাতির সামনে পড়ে যায়।

তখন হাতির তাকে দুমড়ে মুচড়ে ও আছড়ে মেরে ফেলে। রাতে আমার বাবা বাড়িতে ছিল না।      

স্থানীয় বাসিন্দা মাষ্টার মো. শহিদুল্লাহ বলেন,বন্য হাতির পালে ১৪টি হাতি ছিল। হাতির পালটি দুইভাগে বিভক্ত হয়ে দুই দিকে হামলা চালায়। যুগবনিয়া পাড়া ও কালাইয়ার আগা গ্রামে বন্য হাতির পালটি ৮/১০টি ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে এবং বেশ কিছু ফসলের মাঠ নষ্ট করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads