• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের লাশ উদ্ধার

ছবি: ইউএনবির

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন ২০২০

ঢাকার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনায় ছয়জন নারী ও তিনটি শিশুসহ কমপক্ষে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ জেলার কাঠপট্টি থেকে এম ভি গ্রিন ভাট নামের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সোমবার সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে লঞ্চঘাটে ভেড়ার সময় আরেকটি নৌযানের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলোর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতলে নেয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাজাহান শিকদার জানান, বেলা ১১টা ৩৩ মিনিটে লঞ্চটি শনাক্তের পর লাশগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী- ৫০ জন যাত্রী স্থানীয়দের সহায়তায় সাঁতরে পাড়ে উঠে আসেন।

বিআইডব্লুউটিএর যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন জানান, বেশিরভাগ যাত্রী উপরে উঠতে সক্ষম হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads