• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তা নিহত 

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তা নিহত 

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক মৎস্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ-ভুইয়াগাতি আঞ্চলিক সড়কে চন্ডিভোগ এলাকায় নিজের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত সদরুল হোসেন মন্ডল (৫৭) রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্দা সদরের খোলাবাড়ি গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।  

ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান। 

ঘটনার বিষয়ে তিনি বলেন, তাড়াশে কাজ শেষে রায়গঞ্জ যাবার পথে রাত সাড়ে ১২টার দিকে চন্ডিভোগ এলাকায় রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আমার গাড়িতে করেই আহত মৎস্য কর্মকতাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন। সংবাদ পেয়ে রায়গঞ্জ ইউএনও মো. শামিমুর রহমান ও থানা পুলিশও হাসপাতালে ছুটে আসেন।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। এতে মটরসাইকেলের সামনে অংশ ও পরিহিত হেলমেট ভেঙ্গে গেছে। নিহতের মৃতদেহ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads