• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মাছ ও সবজিচাষে স্বাবলম্বী আলতাফ

ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে ঘেরের পাড়ে ও পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিকে চাষীদের পেঁপে চাষে উৎসাহ বাড়ছে

ছবি : বাংলাদেশের খবর

কৃষি অর্থনীতি

মাছ ও সবজিচাষে স্বাবলম্বী আলতাফ

  • এস এম আকাশ, পিরোজপুর 
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী ঘোষিত একটি বাড়ি একটি খামার থেকে ঋণ নিয়ে ঘেরে মাছ ও জমিতে সবজি চাষ করে মঠবাড়িয়ার আলতাফ হোসেন হাওলাদার এখন স্বাবলম্বী। উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের পনু মিয়া হাওলাদারের ছেলে আলতাফ অর্থাভাবে ৪ জনের সংসার চালাতে হিমশিম খেতেন। সহায়-সম্বল, জমিজমা কিছুই ছিল না তার। দিনমজুরি খেটে জীবন চলত তার। দিনে শারীরিক পরিশ্রম আর রাতে অনিদ্রা ছিল নিত্যদিনের সঙ্গী। এরই মধ্যে প্রতিবেশী মৃধাবাড়ির ৪ বিঘা ঘেরের জমি লিজ দেয়ার খবর কানে আসে আলতাফের। মনের কোণে লালন করা স্বপ্ন নিজেকে স্বাবলম্বী করবে। কিন্তু টাকা! স্ত্রী ও পরিচিতদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একটি বাড়ি একটি খামার মঠবাড়িয়া শাখায় ঋণের আবেদন করলেন। ১০ হাজার টাকা ঋণ পেয়ে ২০১৪ সালে আলতাফ ৪ বিঘা জমি লিজ নিয়ে ঘেরে মাছ ও কাদিতে সবজি চাষ শুরু করলেন। দিন রাত কঠোর পরিশ্রম করায় অভাব যেন তার ভাগ্য থেকে পিছু হটতে শুরু করে। পরবর্তী বছর আলতাফ ওই প্রকল্প থেকে আরো ২০ হাজার টাকা ঋণ নেন। মাছে ব্যাপক উৎপাদন সঙ্গে সঙ্গে সবজি চাষেও লাভ হতে শুরু করল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আলতাফকে।

আলতাফ হোসেন হাওলাদার জানান, মানুষের বড় হওয়ার ইচ্ছে থাকলে কেউ তাকে আটকাতে পারে না। লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করলে ফল আসবেই। আজ আমি পরের কাজ না করে মানুষকে কাজে ডাকি। ছেলেমেয়েদের স্কুলে পাঠাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ আমি অভাব থেকে ঘুরে দাঁড়িয়েছি। আমার মতো প্রতিটি উপজেলায় ১০ জন করে খামারি কাজ করলে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়নশীল সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

এখন ১০ বিঘা জমির ওপর আলতাফের ঘেরে রয়েছে ৩ হাজার বিভিন্ন জাতের কলা, লাউ, কুমড়া, বিভিন্ন সবজিসহ ২ হাজার পেঁপে গাছ। আর ঘেরে রয়েছে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, কই, শিং মাছ। এছাড়া উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পৌরসভার মধ্যে ৩ বিঘার একটি বড় পুকুরসহ বাগানবাড়ি লিজ নিয়েছে। সেখানে নারিকেল সুপারিসহ অন্যান্য ফসল রয়েছে। বর্তমানে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় হয় আলতাফের। আজ তিনি স্বাবলম্বী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads